রাশেদ, বিশেষ প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে বিএনপি’র উদ্যােগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপি’র দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে শােভাযাত্রা বের করা হয়।
পৃথক পৃথক দু’টি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সভাপতি সাহাদৎ হােসেন সনি, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, পৌর বিএনপি’র সহ-সভাপতি আমিরুল মােমিন পিন্টু, সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রিপন মাহমুদ বিতান, পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, যুবদল নেতা সুজন মাহমুদ বাবু, রুবেল সরকার, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজাউল করিম কমল, পৌর ছাত্রদলের সহ-সভাপতি সােহেল রানা, উপজেলা শ্রমিকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডা, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পৌর জাসাসের সভাপতি আব্দুল মােমিন আকন্দ, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ঝন্টু প্রমুখ।