January 16, 2025, 2:15 pm
নিজস্ব প্রতিবেদক: যাএাবাড়ীতে অত্যন্ত দুর্ধর্ষ চাঁদাবাজ,দাঙ্গাবাজ,অপহরণকারী সন্ত্রাস প্রকৃতির লোক,সমাজের সকল অপকর্মে লিপ্ত ও ভাড়ায় সন্ত্রাসী কার্যক্রম দিন দিন বেড়েছে । মো.আনিসুর রহমানের নিজস্ব রেকডিও এবং ভোগদখলকৃত জমি চাষাবাদ করতে দিচ্ছে না। জমি চাষাবাদ করতে হলে তাদের চাঁদা দেওয়ায় কথা বলে।
কিছুদিন আগে তারা ৫ লাখ টাকা চাঁদা চায়, তিনি কোনাে চাঁদা না দেয়ায় তার পরিবারের সদস্যদের হত্যা, খুন, জখম করবে এবং চোখ উঠিয়ে দেবার হুমকি দেয়। বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে জানালে থানায় সাধারণ ডাইরি করার পরামর্শ দেন ও সাবধানে থাকার পরামর্শ দেন। মো.আনিসুর রহমান ভয়ে ছুটিতে বাড়ীতে না গিয়ে ঢাকার যাত্রাবাড়ী ভাড়া বাসায় থাকেন। গত ৯/১২/২৪ ইং সময় আনুমানিক ১৭:০০ ঘটিকায় উনার স্ত্রী ও বড় মেয়েকে নিয়ে যাত্রাবাড়ী মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়।
১৯:২০ ঘটিকায় মার্কেট শেষে আসার পথে স্ত্রী ও বড় মেয়ে সামনে হাটে উনি তাদের পিছনে হাটতে থাকেন। পথিমধ্যে লিয়াকত হোসেন রাজিব তাকে পিছন থেকে ডাক দিয়ে থামায় এবং পিস্তল ঠেকিয়ে রাস্তার দক্ষিণ পাশ থেকে ধাক্কা মারতে মারতে রাস্তার উত্তর পাশে নিয়ে যায়। পিছন থেকে মো.আনিসুর রহমানের
চাচাতাে ভাইযেরা ও তার ছেলেরা পূর্ব পরিকল্পিত ভাবে এটেন্ট টু মার্ডার / হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল, লোহার হাতুড়ি ও পাথর দিয়ে মাথায় আঘাত করতে থাকে।
রাকিব হোসেন সর্বপ্রথম চাইনিজ কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। দ্বিতীয়বার সাকিব হোসেন শুভ চাইনিজ কুড়াল দিয়ে মাথার বাম পাশে আঘাত করে। আর অন্যান্য আসামিরা লোহার হাতুড়ি ও পাথর দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকে।আনিসুর রহমানের স্ত্রী গলায় থাকা এক ভরি একটি স্বর্নের চেইন যার বাজার মুল্য ১,৪০,০০০ ,(এক লক্ষ চল্লিশ হাজার) সন্তানের কাছ থাকা আট আনি স্বর্ণের চেইন যার বাজার মুল্য ৬৫,০০০, (পয়ষট্টি হাজার) টাকা ও নগদ ৮০,০০০,(আশি হজার) টাকা ছিনিয়ে নেয়। স্ত্রী ও সন্তানের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে আসামিরা পালিয়ে যায়। স্ত্রী ও সন্তান আনিসুর রহমান কে সুপ্রিম হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক অবস্থা দেখে ঢাকা মেডিকেল অথবা পিলখানা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। স্ত্রী ও সন্তান নিয়ে পিলখানা হাসপাতালে আসে, বর্তমানে তিনি ICU তে ভর্তি আছেন।চিকিৎসাধীন থাকায় কথিত মতে কম্পিউটার টাইপকৃত এজাহার পড়ে সাক্ষর করে থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করতে বিলম্ব হল। মামলার বেপারে জানতে চাইলে আনিসুর রহমান বলেন, আমি মােটামুটি সুস্থ হলে আমি নিজেই বাদি হয়ে মামলা দায়ের করব।