November 2, 2024, 6:16 am
ফরিদপুর জেলা প্রতিনিধি-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে ছাত্র জনতার ওপর গুলি ও হত্যাকারীদের বিচারের দাবিতে ফরিদপুরের সদরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার চরাঞ্চল চরমানাইর ও চর নাছিরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
চরমানাইর ইউনিয়নের শিমুল বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মানববন্ধন কর্মসূচি পালন করেন নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল কালাম গাজী, বজলুর রশিদ, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান দুলাল, হাফিজুর রহমান সুমন, বিপ্লব বেপারী, নজরুল কবির, জাওয়াদ মোল্যা, অনিক শেখ, জসীমউদ্দিন মৃধা ও আহমেদ হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে হত্যা করা হয়। থানায় মামলাও হয়েছে, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
কর্মসূচি শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।