November 2, 2024, 6:23 am
:: ৫ আসনের বিএনপির সাবেক মনোনীত প্রার্থী ::
মোঃএমদাদুল হক মিলন :
ঢাকা ৫ আসনের বিএনপির সাবেক মনোনীত প্রার্থী নবীউল্লা নবী,ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবারের প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন এবং আহতদের ও সুচিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন,
:: শহীদ জিসানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন::
যাত্রাবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জিসানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান নবীউল্লা নবী
:: নবীউল্লা নবী বলেন ::
স্বৈরাচার হাসিনা দেশে যেভাবে সাধারণ মানুষ এবং ছাত্রদের পাখির মত গুলি করে হত্যা করেছে তা অতীতে সকল স্বৈরাচার কে ছাড়িয়েছে,এমনকি বিশ্বে কোন স্বৈরাচার সরকার একসাথে এতগুলো মানুষ গুলি করে হত্যা করার নজির নেই,তেমনি জিশানের মৃত্যু মেনে নেওয়ার মতো নয়,
:: বেদনাদায়ক ঘটনা ::
জিশানের হত্যাকান্ড সইতে না পেরে এক সপ্তাহ পর তার স্ত্রী আত্মহত্যা করেন,জিশানের এত ত্যাগ বৃথা যেতে দেব না,গণতন্ত্র কামী এদেশের মানুষ আজীবন তাকে মনে রাখবে,
::বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান::
নবী উল্লাহ নবী শহীদ জিসানের পরিবারকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান দেন এবং তিনি আরও বলেন ফ্যাসিস্ট হাসিনার প্রত্যেকটা অপকর্মের বিচার এদেশের মানুষ একদিন করবে ইনশাআল্লাহ,