March 22, 2025, 1:57 pm
::আলোচনা সভা::
গতকাল শ্যামপুর কদমতলী যাত্রাবাড়ী থানা প্রেসক্লাব এর আয়োজনে ডেমরা থানার সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক নেতা বৃন্দ আলোচনা সভা হয়, শহীদ আব্দুল্লাহর স্মরণে।
::আলোচনা সভা উদ্দেশ্য::
শহীদ আব্দুল্লাহর স্মরণে দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী 27 শে সেপ্টেম্বর রোজ শুক্রবার ধনিয়া নয়াপাড়া লাকি কমিউনিটি সেন্টারে।
::উল্লেখ্য::
গত ২৮শে জুলাই যাত্রাবাড়ী থানা পুলিশের গুলিতে শহীদ হন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহীদ আব্দুল্লাহর ।
:: প্রধান অতিথি::
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ঢাকা ৫ আসনের বিএনপি’র প্রধান সমন্বয়কারী জনতার এমপি আলহাজ্ব নবী উল্লাহ নবী।
::সাক্ষাৎ করেন::
এ উপলক্ষে গতকাল শ্যামপুর কদমতলী প্রেসক্লাবের নেতারা সাক্ষাৎ করেনও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সৌজন্য কপি তুলে দেন,
নবী উল্লাহ নবী কে।
::উপস্থিত ছিলেন যারা::
এ সময় উপস্থিত ছিলেন শ্যামপুর কদমতলী এন্ড যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন আকাশ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ-সভাপতি ইসলাম মাসুদ আলী সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃএমদাদুল হক মিলন এবং সাংগঠনিক সম্পাদক সরকার জামাল