February 11, 2025, 3:11 pm
মেজর জেনারেল (অব:) ছিদ্দিকুর রহমান সরকার
নিজস্ব প্রতিবেদক:
মেজর জেনারেল (অব:) ছিদ্দিকুর রহমান সরকার, পিএইচডি-কে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে জারিকৃত ০৫.০০.০০০০.১৪৬.০২.০২৩.১৭-৫২৫ নং প্রজ্ঞাপনটি এতদ্বারা বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
::আদেশক্রমে::
রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক আদেশে গত ০৪ এপ্রিল ২০২৪ তারিখের ০৫.০০.০০০০.১৪৬.০২.০২৩.১৭-১৮০ নং স্মারকে জারিকৃত নিয়োগের আদেশ বহাল রাখার কথা উল্লেখ করা হয়।
আদেশে আরও বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
:: এর আগে ::
গত ১৯ সেপ্টেম্বর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিুকুর রহমানের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী রাজউক এর চেয়ারম্যান পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছিল।
:: উল্লেখ্য ::
চলতি বছরের ৮ এপ্রিল রাজউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ছিদ্দিকুর রহমান।তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তিনি মো. আনিছুর রহমানের স্থলাভিষিক্ত হন।