December 5, 2024, 9:24 am
বিশেষ প্রতিনিধি: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন) উজ্জ্বল মল্লিকের বিরুদ্ধে নানা সময় ক্ষমতার অপব্যবহার, ইচ্ছেমতো অফিস করা, অনৈতিক সুবিধা নেয়া, লেকের অংশ কেটে প্লট করা, কমিশন বাণিজ্য, ঘুষ নেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা চলমান থাকা অবস্থায়ও ক্ষমতার বলে পদোন্নতির নেন। সর্বশেষ গত ২ অক্টোবর আদালত তার বিদেশ গমনেও নিষেধাজ্ঞা জারি করেছিল। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন) উজ্জ্বল মল্লিককে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদাবনতি দিয়েছে রাজউক কর্তৃপক্ষ। বুধবার (৬ নভেম্বর) রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকার (অব.) স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।চেয়ারম্যানের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ, তার কারণ দর্শানোর জবাব, বিভাগীয় মামলার তদন্ত প্রতিবেদন, ব্যক্তিগত শুনানি এবং সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে এসব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে।