November 2, 2024, 6:25 am
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ৭২ বস্তা ভারতীয় জিরাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, সুনামগঞ্জ সেনাবাহিনীর ক্যাপ্টেন তরিকুল ইসলাম ও বিশ্বম্ভরপুর থানার এসআই মো. মতিয়ার রহমানের নেতৃত্বে পশ্চিম কাঁছির গাতি গ্রামে অভিযান চালিয়ে আ. মালেক বাবুল (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
মালেকের দেয়া তথ্যের ভিত্তিতে তার দোকানের পেছনের গোডাউন তল্লাশি করে ২ হাজার ১৬০ কেজি (৭২ বস্তা) ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
বিশ্বম্ভরপুর থানার ওসি মো. কাউছার আলম বলেন, উদ্ধারকৃত জিরার বাজারমূল্য প্রায় ১২ লাখ ৯৬ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামি ভারতীয় জিরার বৈধ আমদানির কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।