1. dailypressjournal@gmail.com : bangla :
  2. admin@wordpress.com : root :
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হলেন সারিয়াকান্দির মোখতার আহমেদ! - bangla.dailypressjournal.com
শিরোনামঃ
নিখোঁজের ৪দিন পর পানিতে ভেসে উঠলো ভাই-বোনের মরদেহ ধর্মপাশায় বৈধ ইজারাদারকে জোড় করে উঠিয়ে দিয়ে ফিশারী দখল করে লুঠপাট ও অর্থ আত্মসাতের অভিযোগ। ছাত্র হত্যা মামলায় গণপূর্তের ২ আবুল কালাম আজাদই জড়িত বাংলাদেশে এখন শান্তির সুবাতাস প্রবাহিত হচ্ছে: রূপসায় আজিজুল বারী হেলাল রাজউকের নাম ভাঙ্গিয়ে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সাহেব আলীর বিরুদ্ধে! সন্ত্রাসীদের হামলার স্বিকার হন : আনিসুর রহমান! ফ্যাসিষ্টের সহযোগী সাবেক প্রধান বিচারপতির সাথে ছবি তুলে প্রমোশন ও বদলি বাণিজ্য! প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কর্তনের অভিযোগ, গাছ জব্দ প্রশাসনের ঘন কুয়াশার চাদরে ঠাকুরগাঁও বাড়ছে শীতজনিত দুর্ভোগ! Vast banks of the Yamuna are full of crops

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হলেন সারিয়াকান্দির মোখতার আহমেদ!

  • Update Time : Sunday, November 10, 2024
  • 238 Time View

রাশেদ, বিশেষ প্রতিনিধি (বগুড়া): ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হয়েছেন বগুড়ার সারিয়াকান্দির বাসিন্দা মো: মোখতার আহমেদ।
গত ৯ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত একটি আদেশের কপি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে ন্যস্ত ছিলেন। গত শেখ হাসিনা সরকারের শাসনামলে দীর্ঘদিন পদবঞ্চিত থাকার পর মোখতার আহমেদ উপ সচিবের পদ থেকে নতুন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে পদায়ন পেয়েছিলেন। তারপর তিনি আবারো পদোন্নতি পেয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের আতিরিক্ত সচিব হিসেবে ন্যস্ত ছিলেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আমতলী গ্রামের হাফেজ আহমেদ আলীর ছেলে।
মোখতার আহমেদ জানান, শুধুমাত্র বগুড়া জেলার বাসিন্দা হওয়ার কারণে তিনি পরপর ৫ বার পদবঞ্চিত হওয়ার পর শেষে উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন। এরপর একই কারণে তিনি আবারো ৪ বার যুগ্ম সচিব হিসেবে বাদ পরেন। সরকারের পট পরিবর্তন হওয়ায় দেশের বৈষম্যের শিকার পদবঞ্চিত কর্মকর্তারা এখন পদায়ন পাচ্ছেন বলে তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জানান এবং গত ছাত্র আন্দেলনে নিহত সকল ছাত্রদের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category