1. dailypressjournal@gmail.com : bangla :
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হলেন সারিয়াকান্দির মোখতার আহমেদ! - bangla.dailypressjournal.com
শিরোনামঃ
কোরআন ও হাদিসের আলোকে ইমাম মাহদী (আ.) এর আগমন এবং বিশ্লেষণ! একটি এলেমের জাহাজের বিদায় খেজুরের রস সংগ্রহে চল্লিশ বছর গাছি মিজানুর  ইসলামে সুদ হারাম ও সুদ খাওয়ার ভয়ংকর শাস্তি! গত চার বছরে বগুড়ায় বজ্রপাতে ৪০ জনের মৃত্যু, অধিকাংশই চরাঞ্চলের! ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় নুরুর আর বাড়ি ফেরা হলোনা! ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হলেন সারিয়াকান্দির মোখতার আহমেদ! দেশের সুস্থতায় যুবসমাজের ভূমিকা অপরিহার্য- ময়মনসিংহে স্বাস্থ্য সচিব! বাঁশখলীর বাহারছড়ায় সাবেক ও প্রাক্তন ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন! মাওয়া পদ্মা সেতু টোল প্লাজার সামনে বিএনপির অবস্থান !

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হলেন সারিয়াকান্দির মোখতার আহমেদ!

  • Update Time : Sunday, November 10, 2024
  • 56 Time View

রাশেদ, বিশেষ প্রতিনিধি (বগুড়া): ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হয়েছেন বগুড়ার সারিয়াকান্দির বাসিন্দা মো: মোখতার আহমেদ।
গত ৯ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত একটি আদেশের কপি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে ন্যস্ত ছিলেন। গত শেখ হাসিনা সরকারের শাসনামলে দীর্ঘদিন পদবঞ্চিত থাকার পর মোখতার আহমেদ উপ সচিবের পদ থেকে নতুন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে পদায়ন পেয়েছিলেন। তারপর তিনি আবারো পদোন্নতি পেয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের আতিরিক্ত সচিব হিসেবে ন্যস্ত ছিলেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আমতলী গ্রামের হাফেজ আহমেদ আলীর ছেলে।
মোখতার আহমেদ জানান, শুধুমাত্র বগুড়া জেলার বাসিন্দা হওয়ার কারণে তিনি পরপর ৫ বার পদবঞ্চিত হওয়ার পর শেষে উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন। এরপর একই কারণে তিনি আবারো ৪ বার যুগ্ম সচিব হিসেবে বাদ পরেন। সরকারের পট পরিবর্তন হওয়ায় দেশের বৈষম্যের শিকার পদবঞ্চিত কর্মকর্তারা এখন পদায়ন পাচ্ছেন বলে তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জানান এবং গত ছাত্র আন্দেলনে নিহত সকল ছাত্রদের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category