February 11, 2025, 3:08 pm
হাবিবজিহাদী,ভালুকা:
ময়মনসিংহের ভালুকায় কাচিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে আর্থিক দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে।
*ভালুকা উপজেলা নির্বাহী অফিসার বরাবর*
এ বিষয়ে বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
*অভিযোগ সূত্রে জানা যায়*
শিক্ষকদের সঙ্গে সমন্বয় না করে লেয়াজু ভিত্তিক কমিটির মাধ্যমে বিদ্যালয়ের উন্নয়নের নামে শিক্ষকদের টাকা বকেয়া রেখে অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিদ্যালয় পরিচালনা করে
*বিদ্যালয়ের একাউন্ট তহবিল থেকে*
ব্যাক্তিগত একাউন্টে ১২০০০০ টাকা গোপনে ট্রান্সফার করে,
*সরকারি প্রণোদনা*
৫০,০০০০ টাকা আত্মসাৎ,
এবং দুজন দাতা সদস্যদের কাছ থেকে প্রাপ্ত ৪০,০০০০ টাকা আত্মসাৎ করে।
সোলার প্যানেল আইপিএস বিক্রয়ের কাছ থেকে অর্থ আত্মসাৎ
*বার বার রেজুলেশন পরিবর্তন*
৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে মোটা অংকের অর্থ বানিজ্য, বিদ্যালয়টির বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ, এমনকি নিজের এসব আর্থিক দূর্নীতি ও অপকর্ম ঢাকতে বার বার রেজুলেশন বহি পরিবর্তন করেন তিনি।
*উল্লেখ্য*
বিদ্যালয়ের শিক্ষার মান, তলানিতে গিয়ে ঠেকলেও শিক্ষার মান উন্নয়নে তার মাথা ব্যথা নেই।
তৎকালীন সরকারের ক্ষমতাধর ব্যক্তিদের ছত্রছায়ায় প্রধান শিক্ষক নির্বিঘ্নে নিজের অপকর্ম চালিয়ে যাওয়ার সুযোগ পায়।
বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান শিক্ষকবৃন্দ। উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট বিদ্যালয়টির শিক্ষার মান উন্নয়নে ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে উল্লেখিত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নেওয়ার দাবি শিক্ষার্থী ও সচেতন মহলের।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক ওয়াদুদ জানান, তিনি কোন অর্থ আত্মসাৎ করেননি, সকল অর্থ বিদ্যালয়ের উন্নয়ন কাজে ব্যায় করা হয়েছে। এসময় তার উপর আনীত অন্যান্য অভিযোগও অস্বীকার করেন তিনি।
বিষয়টি নিয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের বর্তমান সভাপতি আলী নূর খান প্রতিবেদককে জানান, কাচিনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের লিখিত অভিযোগ তদন্ত করার জন্য তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন। তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।