March 21, 2025, 1:53 am
বাবা-ছেলের মধ্যে ঝগড়া থামাতে এসে ভাতিজার ছুরির আঘাতে চাচার মৃত্যুর খবর পাওয়া গেছে।
দিকে উপজেলার সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ঈসমাইল হোসেন দুলু (৬৫) সাবেক ইউপি সদস্য ও ঝাউবোনা গ্রামের মৃত সামারের ছেলে।
মো. শামসুল ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে মিলন আলীর সঙ্গে তার ছেলে রবিউল ইসলামের ঝগড়া শুরু হয়। ওই সময় চাচা ঈসমাইল হোসেন ঝগড়া থামাতে গেলে ভাতিজা তাকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি।
পরে পরিবারের লোকজন তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইকবাল পাসা। অভিযুক্ত রবিউল ইসলাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া আইনি বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে।