November 2, 2024, 6:03 am
সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ
বিলাইছড়িতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ- এর পক্ষ থেকে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব ২০২২ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এতে ৫০ জনের মাঝে এক হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে বলে জানা যায়।
সোমবার (০৩ সেপ্টেম্বর) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শুভাশিষ কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রহর কান্তি চাকমা, দপ্তর সম্পাদক জনাব প্রদীপ দাশ, প্রচার সম্পাদক অরুন কান্তি দে,
এবং আরও উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি উষামং মার্মা, সাধারণ সম্পাদক মোঃ ইসহাক ও বিভিন্ন স্তরের নেতাকর্মী।
শুভেচ্ছা উপহার বিতরণ শেষে সকলে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব এর পূজা মন্ডব পরিদর্শন করেন।