February 11, 2025, 2:27 pm
বরিশালে বিএনপির অফিসে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের মামলাসহ পৃথক তিনটি মামলায় আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ৯ সাবেক কাউন্সিলরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় আরও ১২ আওয়ামী নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার নগরীর ১০টি ওয়ার্ডের ১০ জন কাউন্সিলর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। তাদের মধ্যে একজন কাউন্সিলর অসুস্থ থাকায় তার জামিন মঞ্জুর করেন আদালত। বাকিদের জামিন না মঞ্জুর করে আদালতের পাঠানোর নির্দেশ দেন বিচারক আশরাফ উদ্দিন। উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নেয়ায় পুলিশ আসামিদের রিমান্ড চায়নি বলে জানিয়েছেন বাদি পক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু। এ নির্দেশনার বিপরীতে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী আফজালুল করিম।