November 3, 2024, 12:38 pm
::বরগুনার তালতলীতে ::
এক নারীর দায়ের কোপে পুলিশ সদস্য এএসআই তরিকুল ইসলাম আহত হয়েছেন।
::শুক্রবার ৪ অক্টোবর::
কড়ইবাড়িয়া ইউনিয়নের আলীর বন্দর নামক স্থানে ঘটনাটি ঘটে। তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
::পুলিশ সূত্রে জানা গেছে::
হাসান নামের এক ব্যক্তির নেতৃত্বে জোর করে ঘর উঠানোর অভিযোগে পুলিশ ডাকেন জমির মালিক শফিকুল ইসলাম ইমন।
::তালতলী থানার এএসআই::
তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রতিপক্ষকে ঘর তুলতে বাধা দেন। ওই সময় হাসানের স্ত্রী রুমকি বেগম দা দিয়ে পুলিশের ওপর হামলা করেন।
::তরিকুল ইসলাম বলেন::
অন্যের জমিতে ঘর তোলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে ঘর তুলতে বাধা দিলে হাসানের স্ত্রী রুমকি পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে গালাগালি করে।
এক পর্যায়ে আমার হাতে দা দিয়ে কোপ দেন রুমকি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল খান বলেন, আমার থানার এএসআই তরিকুল ইসলামের ওপর হামলা করে আহত করেন রুমকি। অভিযুক্ত হাসান ও স্ত্রী রুমকিকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।