November 2, 2024, 6:10 am
বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে উপজেলায় বামুনিয়া কামারপাড়া গ্রামের আবুল কালাম আজাদ এর স্ত্রী ও দুই ছেলেকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় আবুল কালাম আজাদ বাদী হয়ে শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। শনিবার দুপুরে আড়িয়া বামুনিয়া কামারপাড়া গ্রামে আবুল কালাম আজাদ বসতবাড়িতে এসে ছেলে আবুল কাশেম ও আবুল বাশার কে প্রতিপক্ষ আহম্মেদ আলী নামের লোকজন এ হামলা করে। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে একই এলাকার প্রতিবেশী আহমেদ আলীর ছেলে নাজমুল হক (৩২), ফজলুল হকের ছেলে রাকিবুল (২২), আহম্মেদ আলী ছেলে নাইম (২৩) সহ তাদের দলবল নিয়ে লোহার রড, লাঠি, কাঠের বাটাম, দেশীয় অস্ত্র দিয়ে আমার ছেলে ও স্ত্রীর উপর হামলা করে এলোপাতাড়ি ভাবে মারপিট করে।মারপিটের একপর্যায়ে আমার স্ত্রীর গলায় থাকা একভরি স্বর্ণের চেইন, কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী আব্দুর রহিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হঠাৎ আবুল কালামের বাড়িতে চিৎকার শুনে ছুটে এসে মারপিটে আহত অবস্থায় স্ত্রী ও দুই ছেলেকে উদ্ধার করে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে প্রাথমিক চিকিৎসা নেয়া হয়। এবিষয়ে অভিযুক্ত আহম্মেদ আলী হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, জমি মাপযোগ করা হয়েছিল কোন হামলার ঘটনা ঘটেনি। থানার এস আই মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।