1. dailypressjournal@gmail.com : bangla :
  2. admin@wordpress.com : root :
পূর্ব রূপসা বাজারের মাছ ও সবজি ব্যবসায়ীরা স্থানান্তরের বিরুদ্ধে মৌনমিছিল - bangla.dailypressjournal.com
শিরোনামঃ
নিখোঁজের ৪দিন পর পানিতে ভেসে উঠলো ভাই-বোনের মরদেহ ধর্মপাশায় বৈধ ইজারাদারকে জোড় করে উঠিয়ে দিয়ে ফিশারী দখল করে লুঠপাট ও অর্থ আত্মসাতের অভিযোগ। ছাত্র হত্যা মামলায় গণপূর্তের ২ আবুল কালাম আজাদই জড়িত বাংলাদেশে এখন শান্তির সুবাতাস প্রবাহিত হচ্ছে: রূপসায় আজিজুল বারী হেলাল রাজউকের নাম ভাঙ্গিয়ে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সাহেব আলীর বিরুদ্ধে! সন্ত্রাসীদের হামলার স্বিকার হন : আনিসুর রহমান! ফ্যাসিষ্টের সহযোগী সাবেক প্রধান বিচারপতির সাথে ছবি তুলে প্রমোশন ও বদলি বাণিজ্য! প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কর্তনের অভিযোগ, গাছ জব্দ প্রশাসনের ঘন কুয়াশার চাদরে ঠাকুরগাঁও বাড়ছে শীতজনিত দুর্ভোগ! Vast banks of the Yamuna are full of crops

পূর্ব রূপসা বাজারের মাছ ও সবজি ব্যবসায়ীরা স্থানান্তরের বিরুদ্ধে মৌনমিছিল

  • Update Time : Tuesday, September 24, 2024
  • 312 Time View
oplus_1024

আজিজুল ইসলাম, খুলনা।

পূর্ব রূপসা বাজারের মাছ ও সবজি ব্যবসায়ীরা বাজার স্থানান্তরের বিরুদ্ধে প্রতিবাদ ।এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গতকাল ২৪ সেপ্টেম্বর দুপুরে মৌন মিছিল করেছে।

::বিরুদ্ধে প্রতিবাদ::

ভক্তভোগী ব্যবসায়ীদের সুত্রে জানাযায় দীর্ঘ বছর যাবত সরকারের ফেরী ফেরী কুত বাজার ইজারা গ্রহণ করে বিধিমোতাবেক ব্যবসায়ীরা সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে।হঠাৎ একটি মহল উক্ত স্থান হতে বাজার স্থানান্তরের অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

       ::ফলস্রুতিতে::

ফলে মাছ ও সবজি বাজার স্থানান্তর করা হলে ক্রেতারা ও সেখানে চলে যাবে ফলস্রুতিতে মুদি ও মনহরী দোকানীরা ক্রেতার অভাবে বিবি-বাচ্চা নিয়ে পথে বসার উপক্রম হবে।

::যার কারণে ব্যবসায়ীরা::

যারকারণে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করণ ও বাজারের সাবাভিক পরিস্থিতি বজায় রাখার আবেদন জানান। এসময় উপস্থিত

::এসময় উপস্থিত::

ছিলেন বাজার বণিক সমিতির সভাপতি মীর ফিরোজ, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকন, আবুল হাজি, মো. মুহাসিন, বাচ্চু শেখ, মো. মারুফ শেখ, আকরাম শেখ, মো. গোলাম আযম, মো. নজরুল মোল্লা, হানিফ শেখ, মো. হাবিবুর রহমান, মো. মিজান হাওলাদার, লাভলু সরদার, আ: মান্নান, মো. শরিফুল ইসলাম, জিএম মিঠুন, পলক দেবনাথ, ওয়াহিদ শেখ, মুন্না শেখ, মো. আবুল হোসেন, মো. পান্নু সরদার, আ: রাজ্জাক, মো. কামাল শেখ, মো. মুরাদ শেখ সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category