December 5, 2024, 11:04 am
উদ্ভোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার মো. খোরশেদ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. রাসেল মিয়া, উপজেলা নির্বাহী অফিসার, ডিমলা, নীলফামারী। সভাপতিত্ব করেন মীর হাসান আল বান্না, উপজেলা কৃষি অফিসার, ডিমলা, নীলফামারী।
২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক দশটি ইউনিয়নের মোট ২৯২০ জন কৃষক এক বিঘা (৩৩ শতাংশ) জমির জন্য ০৭টি ফসল উপকরন সহায়তা প্রাপ্য হবেন। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে পর্যায়ক্রমে ১১০০ জন কৃষককে সরিষা বীজ ০১ কেজি, ৭০০ জন কৃষককে গম বীজ ২০ কেজি, ৩০ জন কৃষককে সয়াবীন বীজ ০৮ কেজি, ৩০ জন কৃষককে শীতকালীন পিয়াজ বীজ ০১ কেজি এবং প্রতি জন কৃষককে ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ১০০০ জন কৃষককে ভ‚ট্টা বীজ ০২ কেজি এবং প্রতি জন কৃষককে ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি, ৪০ জন কৃষককে মুগ ডাল বীজ ০৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ০৫ কেজি, ২০ জন কৃষককে অড়হর বীজ ০২ কেজি, ডিএপি সার ০৫ কেজি,এমওপি সার ০৫ কেজি বিতরন করা হবে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা রবি মৌসুমে প্রণোদনার বিনামুল্যে সরিষা বীজ ও সার পেয়ে অত্যন্ত খুশি ।