1. dailypressjournal@gmail.com : bangla :
ধর্মপাশায় বৈধ ইজারাদারকে জোড় করে উঠিয়ে দিয়ে ফিশারী দখল করে লুঠপাট ও অর্থ আত্মসাতের অভিযোগ। - bangla.dailypressjournal.com
শিরোনামঃ
ধর্মপাশায় বৈধ ইজারাদারকে জোড় করে উঠিয়ে দিয়ে ফিশারী দখল করে লুঠপাট ও অর্থ আত্মসাতের অভিযোগ। ছাত্র হত্যা মামলায় গণপূর্তের ২ আবুল কালাম আজাদই জড়িত বাংলাদেশে এখন শান্তির সুবাতাস প্রবাহিত হচ্ছে: রূপসায় আজিজুল বারী হেলাল রাজউকের নাম ভাঙ্গিয়ে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সাহেব আলীর বিরুদ্ধে! সন্ত্রাসীদের হামলার স্বিকার হন : আনিসুর রহমান! ফ্যাসিষ্টের সহযোগী সাবেক প্রধান বিচারপতির সাথে ছবি তুলে প্রমোশন ও বদলি বাণিজ্য! প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কর্তনের অভিযোগ, গাছ জব্দ প্রশাসনের ঘন কুয়াশার চাদরে ঠাকুরগাঁও বাড়ছে শীতজনিত দুর্ভোগ! Vast banks of the Yamuna are full of crops কোরআন ও হাদিসের আলোকে ইমাম মাহদী (আ.) এর আগমন এবং বিশ্লেষণ!

ধর্মপাশায় বৈধ ইজারাদারকে জোড় করে উঠিয়ে দিয়ে ফিশারী দখল করে লুঠপাট ও অর্থ আত্মসাতের অভিযোগ।

  • Update Time : Sunday, December 29, 2024
  • 47 Time View
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক নেএকোনা জেলা প্রতিনিধিঃ
ঘটনার স্থান সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার  ডুবাইল বিলে।
বিশ্বস্ত সূত্রে জানা যায় যে,
বিগত  চার বছর আগে উপজেলার ইসলামপুর গ্ৰামে স্থাপিত “জয়ধরা মৎস্যজীবী সমবায়  সমিতি”র মাধ্যমে এই বিল সরকারের নিকট থেকে ইজারা নেয়া হয়।সভাপতি মালেক শিকদার এর সাক্ষরিত এক চুক্তি অনুযায়ী  জৈনপুর গ্রামের ২৬ জন মৎস্যজীবী একত্রিত হয়ে ফান্ড ঘটন করে বার্ষিক ৬২লাখ টাকা খাজনা পরিশোধ করে তারা বিগত চার বছর ধরে জলমহালটি ভোগ করে আসছে।
গত ২২শে ডিসেম্বর সোমবার বিকাল ৪টার সময় একদল সন্ত্রাসী  হামলা করে বৈধ পথে ইজারা নেয়া বিলের মালিকদের বিল থেকে বেরকরে দিয়ে জোড় করে ফিশারী ক্যাম্প দখল করে ও মাছ সংগ্রহ করে বাজারজাত শুরু করে।২৭শে ডিসেম্বর বিলের মালিকগন পুনরায় বিল রক্ষা করতে দখলে আসলে অবৈধ দখল দারেরা মালিকদের উপস্থিত ঠের পেয়ে যে যার মতো পলায়ন করে।
উল্লেখ্য থাকে যে ,গত চার বছর আগে জৈন পুর গ্ৰামের নীরিহ জেলেদের কে বিল দিয়ে ২য় বার কোন পার্টিকে বিক্রিত বিল  বিক্রি করে সমিতির সভাপতি মালেক শিকদার। যার ফলশ্রুতিতে দুই পক্ষের মধ্যে এই দখল পাল্টা দখলের ঘটনা ঘটেছে।ভোক্তভোগী অসহায় বিল মালিকদের প্রায় বিশ লক্ষ টাকার মাছ লুঠপাট করে নিয়ে যায় দূর্বিত্তরা। এই ব্যাপারে ভোক্তভোগী জেলে সংগঠনের পক্ষে মোজাম্মেল মিয়া পিতা খোরশেদ খান জৈনপুর বলেন ,
আমরা জৈনপুর গ্ৰামের নিরীহ অসহায় জেলে সম্প্রদায় ।যারা বিভিন্ন ভাবে ধার দেনা করে বাৎসরিক ৬২লক্ষ টাকা খাজনা দিয়ে এই বিল ফিশিং করছি বিগত চার বছর ধরে।
আমাদের বিশ লাখ টাকার মাছ জাল সূতো ও তেলের ড্রাম সহ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এব্যাপারে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদ নূর কে জিজ্ঞাসা করলে,তিনি বলেন “জয়ধরা মৎস্যজীবী সমিতির” সভাপতি মালেক শিকদার এর সাক্ষরিত চুক্তিতে জৈনপুর জেলে সম্প্রদায় এই বিলের বৈধ মালিক।এবং তিনি আরোও বলেন স্থানীয় ইউ ,পি সদস্য হিসাবে ইউ এন ও এবং এসিলেন্ট স্যারেরা আমাকে অনুমতি দিয়েছেন যে, আমি যেন এই বিলের বৈধ মালিক দের সাহায্য সহযোগিতা করি ও খুঁজ খবর রাখি।
তাহলে ইউপি সদস্যের ভাষ্য মতে জৈনপুর গ্ৰামের জেলে সম্প্রদায় অর্থাৎ মোঃ মোজাম্মেল মিয়া ও তার পার্টনার বাকী২৫জন,ও তাকে নিয়ে মোট ২৬জন এই  ডুবাইল বিলের বৈধ মালিক।
এমতাবস্থায় জৈন পুর গ্ৰামের মোজাম্মেল মিয়া ও তার সহযোগী সহ মোট ২৬জন জেলেদের বিল লুঠপাট এর ঘটনায় ভোক্তভোগী জেলে সম্প্রদায় স্থানীয় প্রশাসনের কাছে এর বিচার দাবী করেন। এব্যাপারে  থানায় মামলা দায়ের এর প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয়টা নিয়ে ধর্মপাশা উপজেলার ডুবাইল বিলে এক উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category