March 22, 2025, 2:01 pm
::দিনাজপুরের হিলিতে::
গত ৫ আগস্ট সাবেক পৌর মেয়র জামিল হোসেন চলন্তের বাড়িতে দুই ছাত্র হত্যা মামলার আসামি সুরুজ আলীকে (৪০) গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ।
::গ্রেপ্তারের পরপাঠানো হয়::
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিজবাড়ি থেকে গ্রেপ্তারের পর তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়।
::পরিচয়::
গ্রেপ্তারকৃত সুরুজ আলী উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজপাড়ার) আশরাফ আলীর ছেলে। তিনি হাকিমপুর পৌর আওয়ামী লীগের সদস্য।
::গ্রেপ্তারের নিশ্চিত করেছেন::
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, গত ৫ আগস্ট হিলির সাবেক পৌর মেয়র জামিল হোসেন চলন্তের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
::মরদেহ উদ্ধার::
এ সময় ওই বাড়ি থেকে সূর্য ও নাইম নামের দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি টিম। এ ঘটনায় ২৩ জনসহ অজ্ঞাত আরও ১০০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হয়।
এই মামলার ১৯নং আসামি সুরুজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।