November 3, 2024, 12:23 pm
ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিকদের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
আশুলিয়ায় সংঘর্ষে নারী পোশাক শ্রমিক নিহত
নিহত মোছা. রোকেয়া বেগম ম্যাসকট গার্মেন্টস লিমিটেডের কারখানায় সহকারী সেলাই মেশিন অপারেটর ছিলেন।
শ্রমিকেরা বন্ধ থাকা ম্যাসকট গার্মেন্টস লিমিটেড কারখানার ফটকে অবস্থান নিয়ে কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন।
ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিকদের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ শ্রমিক।
আশুলিয়ায় অসন্তোষ কাটিয়ে শ্রমিকরা যখন কাজে ফিরতে শুরু করেছিলেন, স্বাভাবিকভাবে হয়ে উঠছিল উৎপাদন, তখনই এ ঘটনায় আবার উত্তপ্ত হয়ে উঠল শিল্পাঞ্চল।
মঙ্গলবার সকাল সকাল পৌনে ১০টার দিকে জিরাবো এলাকায় তিনটি কারখানার শ্রমিকদের মধ্যে ত্রিমুখী এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস।
নিহত মোছা. রোকেয়া বেগম (৩০) ওই এলাকার ম্যাসকট গার্মেন্টস লিমিটেডের কারখানায় সহকারী সেলাই মেশিন অপারেটর ছিলেন। ২০২১ সালের ১ ডিসেম্বর তিনি কারখানাটিতে যোগ দিয়েছিলেন।
শিল্প পুলিশের সূত্রে জানা যায়, ম্যাসকট গার্মেন্টস লিমিটেড কারখানাটি শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ছিল। মঙ্গলবার সকালে শ্রমিকেরা বন্ধ কারখানার ফটকে অবস্থান নিয়ে কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন।
এ সময় কয়েকজন শ্রমিক পাশের সাউদার্ন ও রেডিয়েন্স গার্মেন্টসে হামলা করেন। এরপরই ওই দুই কারখানার শ্রমিকদের সঙ্গে ম্যাসকটের শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়।
পরিদর্শক নির্মল কুমার দাস বলেন, ম্যাসকট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে অন্য কারখানার শ্রমিকদের সংঘর্ষে ইটপাটকেল লেগে নারী শ্রমিক মারা যান। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে।
তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।