March 22, 2025, 8:01 am
সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৩ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০৬ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৫৮৯ জন।
অধিদফতরের তথ্যমতে, মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসি) দুজন এবং বাকি একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)।
শনিবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।