ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) চত্বরে জেলা আহ্বায়ক গোলাম জাকারিয়া (জাকা) এর সভাপতিত্বে এবং এ এইচ এম এম জামাল (বাচ্চু) এর সঞ্চালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এ্যাডভোকেট সোলাইমান বিশু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাবেক সভাপতি এ্যাডভোকেট গোলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা (মন্টু), জেলা কমিটির সদস্য আব্দুস সালাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউসুফ রাজা, এ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, হাবিবুর রহমান শেলী, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান (মুক্তা), মাসুদ রানা, রায়হান মাহফুজ চন্দন, বিলাত আলী প্রমুখ।
বক্তারা বলেন, আজকের এই দিনে স্বজাতির স্বাধীনতা রক্ষায় অকুতোভয় দেশপ্রেমিক সৈনিক ও জনতার ঢলে ঢাকার রাজপথে এক অনন্য বিস্ফোরণ ঘটে। ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়।
সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকা সেনানিবাসের বন্দিদশা থেকে মুক্ত করে আনেন তৎকালীন সেনা প্রধান জিয়াউর রহমানকে। পাল্টে যায় দেশের পটভূমি এবং এ পরিবর্তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী এক জাতীসত্ত্বা লাভ করে বাংলাদেশ। আলোচনা সভা শেষে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।