March 21, 2025, 10:10 pm
::রাজধানী ঢাকার::
অভিজাত এলাকা গুলশান-২ থেকে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
::আজ শনিবার সকালে::
গুলশান-২-এর ১০৮ নম্বর রোডে একটি চায়ের দোকানের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
::বিষয়টি নিশ্চিত করে::
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিন আহমেদ সমকালকে বলেন, সকালে খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
::এর মধ্যে মরদেহ একজন ::
৮০ বছরের বৃদ্ধ এবং অন্যজন ১৬ বছরের তরুণ। বৃদ্ধের নাম মো. রফিক। তার বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে। আরেকজন হলেন মো. সাব্বির। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।
ওসি আরও বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।