আজিজুল ইসলাম, খুলনা ।
খুলনার ফুলতলা হতে নাবালিকা ভিকটিম উদ্ধার অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গত ১০ সেপ্টেম্বর ১৩ বছরের নাবালিকা ভিকটিম স্কুলের উদ্দেশ্যে বের হয়। একই তারিখ ভিকটিম সকাল ডুমুরিয়া সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে পৌঁছালে পূর্বে ওৎ পেতে থাকা আসামি সাব্বির রহমান তৈয়েবুর জোরপূর্বক ভিকটিমকে মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ৪ নভেম্বরডুমুরিয়া থানায় একটি অপহরণ মামলা রুজু করেন। ঘটনার বিষয় সংবাদ প্রাপ্ত হয়ে র্যাব-৬, স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল অপহৃত ভিকটিম উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। বুধবার (৬ নভেম্বর) র্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারী ভিকটিমকে নিয়ে খুলনা জেলার ফুলতলা থানাধীন দামোদর এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক রাতে খুলনা জেলার ফুলতলা থানাধীন দামোদর সাকিনের মোনতাজের মোড় বাজারস্থ একটি অফিসের সামনে অভিযান পরিচালনা করে অপহৃত নাবালিকা ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারী আসামি সাব্বির রহমান তৈয়েবুর (২২), পিতা-মৃত আমিরুল ইসলাম সরদার, সাং-বরনপাড়া, থানা-ফুলতলা, জেলা-খুলনা’কে গ্রেফতার করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।