তহিদুল ইসলাম মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোর মণিরামপুরে পৌর এলাকার কৃষকদের সাথে, কুল ফসল প্রদর্শনী মাঠ দিবস পালিত হয়েছে। পৌর সহকারী কৃষি অফিসার, মোঃ আনিছুর জামানের সভাপতিত্বে,কৃষক সভাপতি, শহিদুল ইসলামের সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মণিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অজয় কুমার বিশ্বাস।প্রদর্শনী অফিসার, আশানুর রহমন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক, মিজানুর রহমান, অধ্যাপক সঞ্চয় কুমার নাথ,
১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি, সলেমান গাজী,বিএনপির নেতা আঃ রফিক, ছাত্র নেতা কামরুজ্জামান, যুব নেতা বাবু,এছাড়াও উপস্থিত ছিলেন হাকোবা গ্রামের কৃষক, ও একাধিক নারী পুরুষ।প্রধান অতিথির বক্তব্যে বলেন জৈব সার তৈরি করে জমির উর্বরতা বৃদ্ধি করে পুষ্টিকর ফসল চাষে,আগ্রহ বাড়িয়ে,সন্তানদের পুষ্টিকর খাদ্য টক,ও ভর্তা জাতীয় খাবার খাওয়াতে হবে। ঘরের আঙ্গিনায়,সবজী চাষ সহ,হাঁস মুরগী পালন করতে আহবান জানান প্রধান অতিথি।