আরো
ফিলিস্তিনের গাযার প্রখ্যাত শায়খ, বিশিষ্ট সুন্নি আলিম আবু হাসান মাহনা ( রহমাতুল্লাহি আলাইহি )আমাদের মধ্য থেকে বিদায় নিলেন। ইন্তেকালের পর তাঁর মুখে যে নূরানি হাসি বিরাজমান ছিল, তা প্রমাণ করেন তিনি কতটা নবী প্রেমিক ও আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রতীক ছিলেন।
তিনি ছিলেন ইসলাম ও মানবতার সেবায় নিবেদিত এক আলোকিত ব্যক্তিত্ব। তাঁর হাসির মূখ যেন আমাদের জানিয়ে দেয়, তিনি আল্লাহর সাথে মিলিত হয়েছেন।
আল্লাহ শায়খ আবু হাসান রাদিয়াল্লাহু আনহু-কে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় আসীন করুন এবং আমাদেরকে তাঁর আদর্শ অনুসরণ করার তাওফিক দান