1. dailypressjournal@gmail.com : bangla :
  2. admin@wordpress.com : root :
ইয়াবা-হেরোইনসহ শ্যামপুর-কদমতলীর তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি জরিনা বেগম গ্রেফতার - bangla.dailypressjournal.com
শিরোনামঃ
নিখোঁজের ৪দিন পর পানিতে ভেসে উঠলো ভাই-বোনের মরদেহ ধর্মপাশায় বৈধ ইজারাদারকে জোড় করে উঠিয়ে দিয়ে ফিশারী দখল করে লুঠপাট ও অর্থ আত্মসাতের অভিযোগ। ছাত্র হত্যা মামলায় গণপূর্তের ২ আবুল কালাম আজাদই জড়িত বাংলাদেশে এখন শান্তির সুবাতাস প্রবাহিত হচ্ছে: রূপসায় আজিজুল বারী হেলাল রাজউকের নাম ভাঙ্গিয়ে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সাহেব আলীর বিরুদ্ধে! সন্ত্রাসীদের হামলার স্বিকার হন : আনিসুর রহমান! ফ্যাসিষ্টের সহযোগী সাবেক প্রধান বিচারপতির সাথে ছবি তুলে প্রমোশন ও বদলি বাণিজ্য! প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কর্তনের অভিযোগ, গাছ জব্দ প্রশাসনের ঘন কুয়াশার চাদরে ঠাকুরগাঁও বাড়ছে শীতজনিত দুর্ভোগ! Vast banks of the Yamuna are full of crops

ইয়াবা-হেরোইনসহ শ্যামপুর-কদমতলীর তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি জরিনা বেগম গ্রেফতার

  • Update Time : Sunday, September 15, 2024
  • 349 Time View

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয় রাজধানী ঢাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের গ্রেপ্তার এবং বিভিন্ন মাদক স্পট ও আস্তানা উচ্ছেদে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মামুন এর নেতৃত্বে ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের সকল সদস্যের সমন্বয়ে একটি টিম একযোগে আজ ২২/০৮/২০২৪ তারিখ রাজধানীর কদমতলী থানাধীন বড়ইতলা শ্যামপুর ওয়াসা রোড আরবি স্টিল মিল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শ্যামপুর-কদমতলীর তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি মোছাঃ জরিনা বেগম (৫৬), স্বামীঃ মোঃ দেলোয়ার হোসেন-কে গ্রেপ্তার করে। এসময় আসামী মোছাঃ জরিনা বেগম (৫৬) এর নিকট থেকে ০২ গ্রাম হেরোইন এবং ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শ্যামপুর বড়ইতলা, রেল লাইনের পার্শ্বে, ওয়াসা রোড আরবি স্টিল মিল সংলগ্ন,কদমতলী, মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
শ্যামপুর-কদমতলীর তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি জরিনা দীর্ঘদিন ধরে শ্যামপুর, কদমতলী ও যাত্রাবাড়ি এলাকায় একটি গ্যাং তৈরি করে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিল। জরিনা বেগম ও তার পরিবার এবং সহযোগীরা মিলে বড়ইতলা এলাকায় মাদকের আস্তানা গড়ে তোলে।
জরিনা বেগম এবং তার দুই ছেলে রাব্বি (২৫) মোঃ রোহান (২২) এর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ১৬টি মাদক মামলা রয়েছে। এর মধ্যে জরিনা বেগম (৫৬) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।

মোছাঃ জরিনা বেগমের দুই ছেলে ও অন্যান্য সহযোগীরা বর্তমানে পলাতক আছে। তাদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা অব্যহত আছে।

ইতোপূর্বে গত ০৫/০৬/২০২৪ খ্রিঃ তারিখ ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের ডেমরা সার্কেল জরিনা বেগমকে ৩০ (ত্রিশ) গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করেন। এসময় জরিনা বেগমের দুই ছেলে কদমতলী এলাকার মাদক ব্যবসায়ী রাব্বি (২৫) ও মোঃ রোহান (২২), মেয়ে মোসাঃ তানিয়া (২৪) এবং কদমতলী এলাকার মাদক ব্যবসায়ী মোঃ চাঁন বাদশা (২৩), পিতাঃ মোঃ রুবেল; অন্তর (২৬), পিতাঃ মোঃ বাবু ও মোঃ রিয়াজ (১৯), পিতাঃ মৃত আঃ রহমান এর নেতৃত্বে অজ্ঞাতনামা ৭০-৭৫ জন মহিলা ও পুরষ ইট-পাথর ও লাঠিসোটা নিয়ে অভিযানিক দলের সদস্যদের উপর অতর্কিতে হামলা চালিয়ে সিপাই হাফিজুর রহমান মারাত্মক জখম করে এবং জরিনা আক্তার ওরফে মোছাঃ জরিনা বেগম (৫৬)-কে ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে গত ১০/০৬/২০২৪ তারিখ জরিনা বেগমের মাদক আস্তানা উচ্ছেদে ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয় সাঁড়াশি অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকাসহ জরিনা বেগমের ৪ জন সহযোগীকে হাতেনাতে গ্রেপ্তার করা গেলেও জরিনা বেগম ও তার মেয়ে তানিয়া পালিয়ে যায়। দীর্ঘদিন আসামী জরিনা বেগম ও তার পরিবার এবং সহযোগীরা গা ঢাকা দিয়ে থাকলেও আসামীদের গতিবিধি অনুসরণ করে আজ অভিযান চালানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category