March 22, 2025, 1:37 pm
গত ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জে স*ন্ত্রাসীদের হা*মলায় আহত স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীকে দেখতে বিএসএমএমইউতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার বিকেল ৪টার দিকে তিনি বিএসএমএমইউতে যান।
গুরুতর আহত এস এম জিলানীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন। চিকিৎসকেরা তাকে সার্বিক অবস্থা সম্পর্কে ব্রিফ করেন।
এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা সদরের ঘোনাপাড়া এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন। সাংবাদিকসহ আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা।