November 2, 2024, 4:55 am
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকায় বিভিন্ন চায়ের দোকানে ক্যারাম বোর্ডের পাশাপাশি তাস, অনলাইন ক্যাসিনো ও লুডু দিয়ে জমজমাট জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে।
সচেতন মহলের দাবী- এসব জুয়া খেলার টাকা জোগাড় করতে এলাকায় চুরি, ছিনতাইসহ বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড। এসব জুয়ায় যুক্ত হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী, এতে কিশোর অপরাধও বাড়ছে। মহিলাদেরও দেখা যায়, ক্যাসিনো অনলাইন জুয়ায় অনেকেই আসক্ত। চায়ের দোকানদার ও জুয়া কারবারিরা প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, আশুলিয়া জামগড়ার বিভিন্ন পাড়া মহল্লায় অলি-গলিতে বিভিন্ন চায়ের দোকানে জুয়ার রমরমা ব্যবসা চললেও কেউ কোনো প্রতিবাদ করছেন না।
এসব অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান সচেতন মহল। যৌথ বাহিনীর অভিযান টিমের এক সদস্য জানান, আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা চলমান রয়েছে, এগুলোর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ও র্যাব জানায় এখন যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে, জনগণের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।