February 11, 2025, 2:15 pm
মোঃ আলতাফ হোসেন বাবু
রাজশাহী।
নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব কুতুব উদ্দিন পিপিএম বার( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর দিক নির্দেশনায় নওগা জেলার আত্রাই থানার অফিসার ইনচার্জ মো: শাহাবুদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার/ ফোর্সদের সমন্বয়ে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার আত্রাই থানাধীন আহসানগঞ্জ হাই স্কুলের সামনে হতে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানী নিষিদ্ধ অবৈধ মাদক দ্রব্য এ্যাপুল ইনজেকশন ২০০ পিচ সহ দুই মাদক ব্যবসায়ী ১.নওগাঁ জেলার, আত্রাই থানার ব্রুজপুর গ্রামের আলাবক্স এর ছেলে আসলাম হোসেন@ আপন (৩০) ও ২. দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন বিশপাড়া গ্রামের- মৃত এন্তাজ আলীর মেয়ে এবং মো: ফারুক হোসেন এর স্ত্রী চম্পা খাতুন (৪০)কে হাতেনাতে গ্রেফতার করেছেন।
নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান প্রশাসন ও অর্থ ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর মাধ্যমে এ বিষয়ে তথ্য নিশ্চিত করা হয়।
মামলার তথ্যমতে, গতকাল ১০ অক্টোবর আসামীদের গ্রেফতার করা হয়েছে।
নওগাঁ জেলার আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাবুদ্দিন এর সাথে এ বিষয়ে কথা বলে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা সক্রিয় মাদক কারবারি।
ওসি শাহাবুদ্দিন আরো জানান,আসামীদের বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মামলার বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামী মো: আসলাম হোসেন@ আপন (৩০)পিতা – মো: আলাবক্স,সাং- ব্রুজপুর, থানা – আত্রাই, জেলা- নওগাঁ ও ০২.মোছা: চম্পা খাতুন (৩০), পিতা – এন্তাজ আলী, স্বামী – মো: ফারুক হোসেন,সাং- বিশাপাড়া,থানা – হাকিমপুর, জেলা – দিনাজপুর দ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আত্রাই থানার বিচক্ষণ অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাবুদ্দিন আরো জানান, আসামী চম্পা খাতুন দিনাজপুরের হাকিমপুর হতে মাদকদ্রব্য জাতীয় বিভিন্ন অবৈধ নেশা জাত দ্রব্য বিভিন্ন জায়গায় বেচাকেনা করে থাকে। তিনি আরও জানান, নওগাঁ জেলার আত্রাই থানা এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং থাকবে, শুধু মাদক দ্রব্যই নয়, যেকোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নকারী ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।