January 16, 2025, 3:39 pm
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের হতদরিদ্রদের বরাদ্দকৃত চাল অবৈধভাবে বিক্রি করা হয়েছে। আর এ কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, ইউপি সচিব ও দুই সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁরাসহ মোট নয়জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার আক্কেলপুর থানায় একটি মামলা হয়েছে।
গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প।
মামলার আসামিদের মধ্যে আছেন তিলকপুর ইউপি চেয়ারম্যান সেলিম মাহবুব, সচিব মো. সাজেদুল ইসলাম এবং সদস্য মামুনুর রশিদ পিন্টু ও বাদশা আলম।
এর আগে গত বৃহস্পতিবার একটি গুদাম থেকে মজুতকৃত ৬ দশমিক ২ টন সরকারি চাল জব্দ করা হয়। জব্দ করা এসব সরকারি চালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭২ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে র্যাব। পাশাপাশি জড়িত অভিযোগে রিতুল দাস ও সাজেদুর রহমান নামের দুই ব্যক্তিকে আটক করে সংস্থাটি। পরে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো
হয়েছে।